ইএসসির সেমিনার

সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে

নিজস্ব প্রতিবেদক

সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। সিদ্ধান্ত গ্রহণ বর্তমানে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনৈতিক প্রেফারেন্স একজন মানুষের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ঠিক সেজন্যই নীতিনির্ধারণী পর্যায়ে এর তাত্পর্য রয়েছে।

উন্নয়নশীল দেশগুলোয় পরিবার প্রজন্মভেদে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের ক্লাব ইকোনমিকস স্টাডি সেন্টার (ইএসসি) আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে কথা বলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক . শ্যামল চৌধুরী।

মূল প্রেজেন্টেশনে তিনি সিদ্ধান্ত গ্রহণ অর্থনৈতিক আকাঙ্ক্ষার তাত্পর্য তুলে ধরেন। উন্নয়নশীল দেশ দরিদ্র পরিবারগুলোয় ভবিষ্যৎ চিন্তার গুরুত্ব বিশ্লেষণ করেন তিনি।

. শ্যামল সিদ্ধান্ত গ্রহণে মা, বাবা, পরিবারের ধরন, পরিবারের অর্থনৈতিক অবস্থানের প্রভাব সম্পর্কে তার গবেষণা তুলে ধরেন। তিনি জানান, গবেষণার জন্য তুলে আনা তথ্যভাণ্ডার অত্যধিক বৃহৎ পরিসরের। তিনি বিভিন্ন পরিবারের ঝুঁকি গ্রহণের প্রবণতা সম্পর্কে তার সার্ভের ফলাফল তুলে ধরেন। এর পরের ধাপে তিনি একটি পরিবারের সাম্য, স্বার্থপরতা, হিংসা ইত্যাদি নিয়ে মানসিকতা বিষয়ক ফলাফল তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন